টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি :  গত ২৬ মার্চ ২০২৩ পাবনার টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্বাধীনতার সংগ্রামে উপর প্রবন্ধ পাঠ এবং স্বাধীনতা সংগ্রামে ও ভাষা আন্দোলনে শহীদদের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাসহ তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামণা করে বিশেষ মোনাজাত ।

অত্র শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন যথাক্রমে টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রি অনার্স কলেজের উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু ও টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা সংগ্রামের উপর প্রবন্ধ পাঠ করেন পরিষদের সম্মানিত সদস্য ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলে অংশ নেন উক্ত পরিষদের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সাদেক আলী বিশ্বাস, সহসভাপতি আলহাজ হাসান মল্লিক, ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য মোঃ জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য মোঃ সাইদুর রহমান, সম্মানিত সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ মোহন খান, মর্তুজা আলী, হেলেনা পারভীন ও বীণা খাতুন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওঃ কামাল উদ্দিন খান।