বেড়ায় ডারবি সিগারেট সরবারাহকারি এক্সপ্রেস লিঃ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেড়ায় ডারবি সিগারেট সরবারাহকারি এক্সপ্রেস লিঃ  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেড়া (পাবনা) প্রতিনিধি :  পাবনার বেড়ায় বৃটিশ আমেরিকা টোবাকো কোং লিমিটেড এর উৎপাদিত ডারবি সিগারেট কোম্পানীর  সরবারাহ ও বিপননকারী প্রতিষ্ঠান মার্কেট এক্সপ্রেস লিঃ (পাবনা) এর বিরুদ্ধে ১৪ জন ক্ষুদ্রব্যবসায়ীর কাছ থেকে সর্ব
সাকুল্যে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমরা নিম্ন স্বাক্ষর কারিরা আপনাদের সম্মুখে অভিযোগে জানাচ্ছি যে, আমরা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা স্বল্প পুঁজি খাটিয়ে কেউ মনোহরি, কেউ চায়ের দোকানি সহ ছাপোর্ষা মানুষ। আমরা অন্যান্ন ব্যবসার সাথে বৃটিশআমেরিকা টোবাকো কোং লিমিটেড এর উৎপাদিত ডারবি সিগারেট বিক্রী করে থাকি এবং এ জন্য কোম্পানীর সরবারাহ ও বিপননকারী প্রতিষ্ঠান মার্কেট এক্সপ্রেস লিঃ (পাবনা) এর সাথে সরাসরি লেনদেন করে থাকি। গত২০২২ সালের মার্চ খাসে হঠাৎ করে ঐ কোম্পানীর এস আর মাসুদ আমাদের কাছে এসে অডিট এর কথা বলে প্রত্যেকের নিকট
থেকে ডারবি সিগারেট তুলে নেয় এবং কারও কাছ থেকে নগদ অর্থ নিয়ে আমাদের ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সর্ব সাকুল্যে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা ১৯/০৩/২০২২ ইং তারিখে ফেরত দেওয়ার কথা বলেহাতিয়ে নেয়।

পরবর্তীতে তার কাছে উক্ত টাকার সমমূল্যের মাল চাওয়া হলে গড়িমসি করে অদ্যাবধি তা ফেরত দেয়নাই ৷ আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ দিনে রোজগারে দিনে খাওয়া গরীব মানুষ। এতগুলো টাকা হাতিয়ে নেয়ায় আমরা সকলেই পথে বসে এবং স্ত্রী সন্তান সহ না খেয়ে থাকার উপক্রম হয়েছি। এ অবস্থায় চলতে থাকলে আমাদের ক্ষতিগ্রস্থ ১৪ জনের পরিবারসহ আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা।

আমারা জানতে পেরেছি উক্ত মাসুদের সাথেআরো বেশ কজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাদের মধ্যে উল্লেখযোগ্য এস আর
মাসুদ (বেড়া), এস আর লিটন(বেড়া), এস আর আশিক (বেড়া), পয়েন্ট ইনচার্জ মো: নজরুল ইসলাম, বিজিনেস ম্যানেজার মনিরুল ইসলাম (পাবনা)। এরা সংঘবদ্ধ ভাবে পরিকল্পনা করে সিগারেট ও নগদ টাকা কৌশলে আমাদের কাছ থেকে হাতিয়ে নেয়ফলে এলাকায় উক্ত কোম্পানীর দুর্নাম ছড়িয়ে পড়ছে। এ অবস্থাতে পরিত্রান আমাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য
মাননীয় প্রধানমন্ত্রী, পাবনা-১ আসন এর মাননীয় সাংসদ ও ডেপুটি স্পীকার মহোদয় ও উক্ত কোম্পানীর উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।