সকলের সম্পৃক্তায় পালিত হবে জাতীয় শোক দিবস –নবাগত জেলা প্রশাসক

সকলের সম্পৃক্তায় পালিত হবে জাতীয় শোক দিবস –নবাগত জেলা প্রশাসক

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান বলেছেন, জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে তাদের ঋণ শোক করা যাবে না। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়েছি, দেশের মানুষের ভাগ্যন্নোয়ন হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস- জাতীর জন্য কলঙ্কজনক অধ্যয়। হৃদয়ে অনুভব করে জাতীয় শোক দিবস পালন করতে হবে চেতনা দিয়ে। পাবনার সকল মানুষের সম্পৃক্তায় যথাযথ মর্যাদায় পালিত হবে জাতীয় শোক দিবস।

এ সময় জেলা প্রশাসক আরো বলেন, ১ আগষ্ট থেকে সকল দপ্তরের সবাইকে কালোব্যাচ ধারণ করতে হবে। শোকের মাসের মর্যাদা রক্ষা করতে হবে। সঠিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস পালনের জন্য ছুটি দেয়া হয় খেয়াল রাখতে হবে। সকল প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে শোক দিবসের চেতনা ছড়িয়ে দিতে হবে।

বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ জামাল এর ৭৪তম জন্মবার্ষিকী , বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও জাতির পিতার ৪৮তম শাহাদত বাষির্কীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিতে এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ এর সঞ্চালনায় সভায় অংশ গ্রহন করেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী,পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, গণপুর্ত’র নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল কবীর, এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নুরুল আলম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হাওলাদার, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, বিআরডিবির চেযারম্যান হাবিবুর রহমান হাবিব, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর রাজু প্রমূখ।