জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণের জন্য বিএনএনআরসিকে অনুমতি

জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণের জন্য বিএনএনআরসিকে অনুমতি

নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সিভিল সোসাইটি কমিশনের স্টিয়ারিং কমিটি বিশ্ব স্বাস্থ্যের বর্তমান অগ্রগতিকে আরো বেগবান করতে নাগরিক সমাজের সংস্থাগুলোর ভূমিকা শক্তিশালী করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিভিল সোসাইটি কমিশনে অংশগ্রহণকারী সংগঠন হিসেবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কে অনুমতি প্রদান করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিল সোসাইটি কমিশনের লক্ষ্য হলো, আলোচনা জোরদার করা, সহযোগিতা বৃদ্ধি করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে নাগরিক সমাজের সাথে জড়িত থাকার বিষয়ে সমর্থন করার জন্য সুপারিশ প্রদান করা। পাশাপশি সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাধারণ কর্মসূচির উদ্দেশ্য অর্জনে কাজ করা সেই সাথে স্বাস্থ্য-সম্পর্কিত এসডিজি অর্জনকে ত্বরান্বিত করা।

এই কমিশনের আরো লক্ষ্য হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার-এর কাছে নাগরিক সমাজের প্রয়োজন বিবেচনায় নিয়ে, বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং নাগরিক সমাজের সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রচেষ্টাকে সমর্থন করা। তাছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই কমিশন আরো সুন্দর ওসঠিক ব্যবস্থাপনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পদ্ধতিগতভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করা।

এ পর্যন্ত ৩৫০টিরও বেশি সংস্থা কমিশনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য আবেদন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্তগৃহীত ১২০টি সংস্থাকে অবহিত করা শুরু করেছে। ইতিমধ্যে এই কমিশনের কাজ শুরু হয়েছে, নাগরিক সমাজের অনুরোধের প্রেক্ষিতে মহাপরিচালকের পরামর্শও গ্রহণ করা হয়েছে। তারপরও বিশ্ব সাস্থ্য সংস্থার সাথে জড়িত থাকার মাধ্যমে আরো ভালো এবং অর্থপূর্ণ উপায়গুলি অন্বেষণ করা এবং সঠিক পদ্ধতি খুঁজে বের করাও জন্যও এই কমিশন কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, “আমরা অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে, আমরা যে সেবা সকলকে প্রদান করছি সেই সব মানুষদের কথাগুলো শোনা দরকার এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাড়া দেওয়াও দরকার। সেই সাথে তাদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জগুলিকে যথাযথভাবে মোকাবেলা করার জন্য অপরিহার্যভাবে তাদের পরামর্শ নেয়াও প্রয়োজন।” “আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সিভিল সোসাইটি কমিশন গঠন করেছি যাতে বিভিন্ন পটভূমি ও প্রেক্ষাপট থেকে নাগরিক সমাজকে একত্রিত করে তাদের কাছ থেকে আমাদের জন্য পরামর্শ নিতে পারি এবং সেই সাথে আমরা সকলের সাথে কাজ করতে পারি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি, তাদের ধারণা এবং সঠিক পরামর্শ নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি।”

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট-এর ভূমিকায় দেশীয় আঞ্চলিক, ও আন্তর্জাতিক পরিম-লে কাজ করে থাকে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো গ্রামীণ জনপদে বসবাসরত জনগোষ্ঠীর তথ্য অধিকার, সুশাসন এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু বিবেচনায় রেখে গণমাধ্যমের উন্নয়ন।

উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। এটি জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং সংস্থাটি তথ্য সমাজ বিনির্মাণে অবদানের জন্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি জাতিসংঘের পুরস্কার-২০১৬ এর বিজয়ী এবং ২০১৭ এবং ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২৩- এর চ্যাম্পিয়ন ।

WHO Civil Society Commission Approved the BNNRC in Participating to the WHO Civil Society Commission

The Steering Committee of the UN World Health Organization (WHO) Civil Society Commission has approved the Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) participating in the WHO Civil Society Commission to Strengthen Civil Society Organizations’ Role in Accelerating Progress in Global Health.
The mission of the WHO Civil Society Commission is to strengthen dialogue, foster collaboration and provide recommendations to support WHO in its engagement with civil society at global, regional and national levels to achieve health for all and the objectives of the WHO General Programme of Work as well as to accelerate attainment of health-related SDGs.

Its goal is, taking into consideration the civil society’s voices available to WHO, to support WHO’s efforts towards improving engagement between WHO and civil society at global, regional, and national levels, rendering it more systematic with the aim of advancing WHO’s work and public health outcomes.

Over 350 Organizations have so far applied to be part of the Commission. Today, WHO, will begin to notify the 120 organizations that have been accepted so far.

The launch of the Commission is the Director-General’s response to civil society requests to explore better and more meaningful ways to engage with WHO above and beyond those that already exist.

“We know from our experience in so many areas that listening to and responding to the voices of the communities we serve is essential to properly addressing the health challenges they face,” said Dr Tedros Adhanom Ghebreyesus, WHO Director-General. ”We have set up the WHO Civil Society Commission to bring civil society from different backgrounds together to advise us and work with us so that we can learn from you and be guided by your ideas.”
BNNRC’s approach to media development is both knowledge-driven and context-sensitive. It considers the challenges and opportunities created by Bangladesh’s rapidly changing media environment, including community radio broadcasting development giving voices to the voiceless.

BNNRC is in Special Consultative Status with the Economic and Social Council (ECOSOC), accredited with World Summit on the Information Society (WSIS), SDGs Media Compact of the United Nations and UN WSIS prize winner 2016, Champion 2017, 2019, 2020, 2021 and 2023 for media development and digital transformation.