বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিনিধি : বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দুই দিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

১৫ ও ১৬ ডিসেম্বর উদ্যোক্তা মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।

খায়রুল গ্রুপ এর স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পূর্বাশা ফুড এন্ড বেভারেজ এর এমডি শামিম হোসেনসহ, উদ্যোক্তাগণ, মিডিয়া ও গণমাধ্যমকর্মীগণ।

বিজয় দিবস উপলক্ষে রিসোর্ট এর প্রবেশমুল্যে চলছে বিশাল মূল্যছাড়। (প্রবেশমুল্য: ৫০ টাকা; ১৬ ডিসেম্বর পর্যন্ত কার্যকর)
উদ্যোক্তাগণের তালিকা:

1. Khairul Agrofood Products
2. IsTaz
3. www.purbashafood.com
4. www.chocolatesgallery.com
5. Karupolly- কারুপল্লী
6. Aria Fashion & Food House
7. Surprise mood
প্রয়োজনে যোগাযোগ করুন:- 01312 427 608, 01322 823 705, 01322 823 730
আমাদের ঠিকানা – জয়নগর, ঈশ্বরদী, পাবনা (সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন)
https://maps.app.goo.gl/nW8Q2Ym2XmR3Awz57