পাবনায় কমরেড প্রসাদ রায়ের ২৭ তম স্মরণ সভা অনুষ্ঠিত

পাবনায় কমরেড প্রসাদ রায়ের ২৭ তম স্মরণ সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও প্রগতিশীল বাম রাজনীতিবিদ প্রয়াত কমরেড প্রসাদ রায়ের ২৭ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার শহরের আব্দুল হামিদ রোডে আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় পাবনা মিডিয়া সেন্টারে গণতন্ত্র পার্টি পাবনা জেলা শাখার সভাপতি সুলতান আহমেদ বুড়োর সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক ও নাট্যকার এইচ,কে,এম আবুবকর সিদ্দিক, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মোঃ ইব্রাহিম, সিপিবি‘র জেলা শাখার সালফি আল ফাত্তা, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সবনম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য মাহফুজ আলম, সিপিপির সদস্য স্মরণ স্যানাল প্রমুখ। বক্তারা বলেন, রাজশাহীর খাপড়া ওয়ার্ডের লড়াকু যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শ্রমিক-মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, আজীবন বিপ্লবী, কমিউনিস্ট পার্টির আলোকিত এক নেতার প্রতিকৃতি ছিলেন কমরেড প্রসাদ রায়। নিজের ভুমিকার কারণেই তিনি জীবিতকালেই হয়ে উঠেছিলেন ‘সাহসের আরেক নাম ‘দ্রোহের প্রতিশব্দ’। তাঁর চিন্তা-চেতণা, আদর্শ ধারণ, লালণের মধ্য দিয়েই স্মরণে চীর অম্লান হয়ে থাকবেন কমরেড প্রসাদ রায়। স্মারন সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য, দৈনিক ইছামতির নির্বাহী সম্পাদক মোস্তফা সতেজ, অধ্যাপক লিমন আমীর, প্রভাষক জেসমিন আরা, প্রভাষক রোজিনা খাতুন, প্রভাষক ও সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, সাংবাদিক নাহিদ রহমান, সাংবাদিক সুশান্ত সরকার, সাংবাদিক প্রবীর সাহা। স্মরণ সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্ব করার থাকলেও অসুস্থ্য জনিত কারণে রুটিন চেকআপের জন্য আকস্মিক ভাবে তিনি ঢাকায় চলে যাওয়ায় স্মরণ সভায় ভার্চুয়ালি তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন জানান।