উৎসবমুখর পরিবেশে পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

উৎসবমুখর পরিবেশে পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

পাবনা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে পাবনায় শুরু হলো ফেব্রুয়ারি মাসব্যাপী একুশে বইমেলা। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় শহরের স্বাধীনতা চত্বরে অতিথিদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই মহান ভাষা শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলগত সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় সাস্কৃতিক সংগঠনের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে বইয়ের বিকল্প নেই। বই একটি গোষ্ঠিকে, একটি জাতিকে, একজন ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বই পড়ে অভিজ্ঞতা অর্জন করে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি তৈরী করতে হবে।

একুশে বইমেলার উদযাপন পরিষদ পাবনার সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন।

অতিথির বক্তব্য দেন, একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, একুশে বইমেলার উদযাপন পরিষদের সহ-সভাপতি সুলতান আহম্মেদ বুড়ো প্রমুখ।

মাসব্যাপী বইমেলায় নানা বিষয়ের বইয়ের সমাহার নিয়ে অর্ধ শতাধিক স্টল বসেছে। স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক প্রকাশকদের আগমনে প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।