পাবনা
এই দুর্লভ ছবির মধ্যে রয়েছে নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিনিধি : এই দুর্লভ ছবিটা পাবনা শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের। ছবির অন্যান্যদের সাথে উপরের সারিতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম (বাম থেকে ৫ম), মো. সাহাবুদ্দিন চুপ্পু (৬ষ্ঠ), রেজাউল রহিম লাল (৭ম), মাঝের সারিতে পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক অসিত কুমার মজুমদার (সর্ববামে) এবং শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয় ও বর্তমান শহীদ বুলবুল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুল গণি (সর্বডানে) এবং এই ছবিটার নিচের সারিতে পাবনার অন্যান্য কন্ঠশিল্পীদের সাথে আমার একমাত্র সহোদরা বোন অকাল প্রয়াত কন্ঠশিল্পী শিবানী নাগ (বাম থেকে ৪র্থ) আছে। শুভেচ্ছা-সহ, শিবজিত নাগ।