পাকশী ফুরফুরা শরীফের ইছালে ছাওয়াবে লাখো লাখো মুসল্লির অংশ গ্রহণ

পাকশী ফুরফুরা শরীফের ইছালে ছাওয়াবে লাখো লাখো মুসল্লির অংশ গ্রহণ

এস এম রিমন হোসেন : ঈশ্বরদীর পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা বার্ষিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে শুক্রবার (১৭ -ফেব্রুয়ারি) জুম্মার নামাজে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।

ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা ও জুম্মার নামাজে ইমামতি করেন, ফুরফুরার গদ্দীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি । এসময় মঞ্চে অতিথি ছিলেন পাবনা-(ঈশ্বরদী-আটঘরিয়া ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস উপস্থিত ছিলেন।

পাকশী পদ্মার তীরে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ ঐতিহ্যবাহী ফুরফুরা বার্ষিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে অংশ নিয়েছে। এছাড়াও তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুম্মার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ফুরফুরা শরীফে ছুটে আসেন।

মূল ময়দানে জায়গা না পেয়ে জুম্মার নামাজে অংশ নিতে ফুরফুরা শরীফে আশপাশে, পাকশী ইপিজেডের প্রধান সড়কে , পাকশী বাজারের সড়ক ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ পড়েন হাজার হাজার মুসল্লি। অনেকেই গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুম্মার নামাজ আদায় করেন।

এদিকে অনেকেই জুম্মার নামাজ আদায় করতে পাকশীতে আত্মীয়-স্বজনদের বাসায় আগে থেকেই অবস্থান নিয়েছিলেন। ভোর থেকে নামাজের আগ পর্যন্ত ফুরফুরা শরীফ মুখী মুসুল্লিদের ঢল নামে। বিভিন্ন যানবাহন,ট্রেন , বাস, প্রাইভেট কার, সিএনজি ,অটো রিক্সা, ভুটভুটি ,ভ্যান ,নৌকা ও হেঁটেই মুসল্লিরা ছুটে আসেন পদ্মার তীরে ফুরফুরার ময়দানে।