খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ২৯ জুলাই

খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে শোহাদায়ে কারবালা মাহফিল ২৯ জুলাই

নিজস্ব প্রতিনিধি : খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালা, আওলাদে রসূল, আহলে বায়াত (আ.), খাতুনে জান্নাত, মা ফাতেমা (রা.) ও হযরত মাওলা আলী (রা.) এর কলিজার টুকরা মুশকিল কোশা জান্নাতি যুবকদের সরদার,হযরত মাওলানা ইমাম হোসাইন (রা.) এর স্মরণে মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১০ মহররম (৯ জুলাই) শনিবার পাবনা সদর উপজেলার বলরামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র এই মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে থাকবেন ভারতের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীর ছাহেব, আওলাদে মুজাদ্দেদে জামান, আলা হযরত মাওঃ আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী (মু.জি.আ.)।

সম্মানীত অতিথি থাকবেন রবিউল মার্কেট এন্ড এপার্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহঃ রবিউল ইসলাম খান, আল মুজাদ্দেদী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ।

প্রধান বক্তা হিসেবে থাকবেন কাশিনাথপুর থেকে আগত- হযরত মাওঃ ওমর ফারুক মোজাহেদী ছাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন ক্বারী হযরত মাওলানা মুহাঃ ইবরাহীম খলিলুল্লাহ ছাহেব।

৩য় বক্তা হিসেবে থাকবেন খাজানগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হযরত মাওলানা মুহাঃ রিয়াজ উদ্দীন ছালেহী ছাহেব।

সভাপতিত্ব করিবেন ভারতের ফুরফুরা দরবার শরিফের খলিফা হযরত নূর মুহাম্মাদ আজাদ খান চিশতী ছাহেব (মু.জি.আ.)

উক্ত মহাপবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করিয়া আহলে বাইয়্যাত (আ.) এর ফায়েজ তাহাজ্জুহ বরকত হাসিলের আহ্বান জানানো হয়েছে।