পাবনায় যুবমহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাবনায় যুবমহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাবনা প্রতিনিধি : পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ যুবমহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার দিনব্যাপী জেলা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকুতিতে পুষ্পার্ঘ অর্পন, র‌্যালী, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়।

দলীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকুতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। দুুপুরে দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে, বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনার সঞ্চালনায় এ সব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক তুরানী খাতুন, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. সানজিদা পারভিন দীপা, সাধারণ সম্পাদক শায়লা আকতার ইলা, পৌর যুবমহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি আজমুন নাহার, যুগ্ন সাধারণ সম্পাদক সুমী ইসলাম, সাংগাঠনিক সম্পাদক তাসমিনা শম্পা, রোজী, দপ্তন সম্পাদক এ্যাড. ফাহিমা সুলতানা রেখা, সদস্য আফসানা মিম, সাবিহা রসুলতানা রত্না , সাবিনা ইয়াসমিন পান্না, সাফিয়া খাতুন, তিশা ,শামীমা আকতার, বিনা খাতুন, রুনা আকতার অন্তরা প্রমূখ।
এসময় বক্তার বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। হাজারো ষড়যন্ত্র নসাৎ করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করতে যুবমহিলা লীগ ভোটের মাঠে থাকবে। পাবনা-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার আহবান জানান বক্তারা।