চাটমোহরে সামস কনভেনশন হলের যাত্রা শুরু

চাটমোহরে সামস কনভেনশন হলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি  : পাবনার চাটমোহরে অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে সামস কনভেনশন হলের যাত্রা শুরু হয়েছে।বৃহস্পতিবার (০৬ জুলাই) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ডে সামস প্লাজার দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সামস কনভেনশন হলেন স্বত্ত্বাধিকারী সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির।

তিনি তার বক্তব্যে বলেন, সামাজিক সকল ধরনের অনুষ্ঠান, সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান করার জন্য এখানে সবার জন্য উন্মুক্ত থাকবে। শুধু ব্যবসা নয়, চাটমোহরবাসীকে সেবা দিতে এই কনভেনশন হল স্থাপন করা হয়েছে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি নিজেও সবাইকে সহযোগিতার করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া, চাটমোহর ব্যবসায়ীর সমিতির সভাপতি মোকলেছুর রহমান বিদ্যুৎ, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চক্রবর্তী , জেলা পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এই কনভেনশন হলের মাধ্যমে চাটমোহর আরো একধাপ এগিয়ে গেল। চাটমোহরে অনুষ্ঠান করার মতো সুন্দর পরিবেশ ও ভালমানের কনভেনশন হল নেই। সামস কনভেনশন হল সেই শুন্যতা পূরন করবে। সামস কনভেনশন হল যেন সকল শ্রেণির মানুষ ব্যবহার করতে পারে সেজন্য এর খরচাটা সাশ্রয়ী করার আহবান জানান বক্তারা।

শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদ হাসান।

উল্লেখ্য, সামস কনভেনশন হলে একসাথে ৩০০ মানুষের অনুষ্ঠান ও ২০০ মানুষের খাবার আয়োজন করা যাবে। এর বাইরে হলের ছাদে একসাথে এক হাজার লোকের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। এখানে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, সুন্নতে খাতনা, জন্মদিন সহ বিভিন্ন সভার জন্য সু-ব্যবস্খা আছে। আয়োজনের ধরণ অনুযায়ী এর ভাড়া আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে বলে জানা গেছে।

এখানে ভাড়া নিতে যোগাযোগ করতে হবে এই নাম্বারে। ০১৭১১-১৪২১৮৩, ০১৭১২-৪২৩৭১৪