খেলা
পাবনায় যুব ও ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়াঅধিদপ্তরের উদ্যোগে সোমবার পাবনা সদর উপজেলার জালালপুর মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ফুটবল প্রশিক্ষণ, সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবিপ্রবি’র নগর পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান কনক ও জেলা ক্রীড়া অফিসার মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন আক্তার। ফুটবল প্রশিক্ষণে মোট ৩০ জন স্থানীয় খেলোয়ারকে প্রশিক্ষণ দেয়া হয়।