খেলা
চাটমোহর প্রিমিয়ার লীগের খেলোয়ার নিলাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে আসন্ন চাটমোহর প্রিমিয়ার লীগের (সিপিএল) খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিলাম অনুষ্ঠান উদ্বোধন করেন একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
চাটমোহর ক্রিকেট একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক শাহীন রহমান, ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ফজলুল হক কালু প্রমুখ।
নিলাম অনুষ্ঠানে চাটমোহর উপজেলার আটটি দলের অধিনায়ক, টিম ম্যানেজার সহ খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আটটি দল লটারীর মাধ্যমে আইকন খেলোয়াড় সহ বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়ার বাছাই করে নেন নিলামের মাধ্যমে। পরে লটারীর মাধ্যমে দুটি গ্রুপে ভাগ করা হয় আট দলকে।
এ গ্রুপে রয়েছে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ, আরডিসি ক্রিকেট ক্লাব রেলবাজার, আফ্রাতপাড়া এভেঞ্জার্স, আশরাফুল আইটি এলটিডি।
বি গ্রুপে রয়েছে রেলবাজার রয়েলস, বিএসএল চাটমোহর স্পোর্টিং ক্লাব, মোক্তার মোল্লা ক্রিকেট একাদশ, চৌধুরীপাড়া ক্রিকেট ক্লাব।
আগামী অক্টোবর মাসের শেষের দিকে চাটমোহর সরকারি কলেজ মাঠে শুরু হবে টি টোয়েন্টি চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগের (সিপিএল) চতুর্থ আসর।