কৃষক পুত্র রাতুল মেডিকেলে ভর্তির সুযোগ পেল

কৃষক পুত্র রাতুল মেডিকেলে ভর্তির সুযোগ পেল

নিজস্ব প্রতিনিধি : দরিদ্র কৃষক পরিবারের সন্তান মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে অদম্য মেধার পরিচয় দিল পাবনার সুজানগরের রাতুল হাসান। রাতুলের বাবা একজন কৃষক। এবারের মেডিকেলে ভর্তি পরীক্ষায় রাতুল হাসান ঢাকা মেডিকেল কলেজে মেধা তালিকায় ১৭৬ তম স্থান পেয়েছে।

দরিদ্রতা তার জীবনযুদ্ধে বাধা হতে পারেনি। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও ঢাকা মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন করেছেন।

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের বাড়উপাড়া গ্রামের কৃষক মনোয়ার হোসেনের সন্তান রাতুল হাসান ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দরিদ্র কৃষক মনোয়ার হোসেনের দুই সন্তানের মধ্যে রাতুল প্রথম, দ্বিতীয় সন্তান মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে ৯ ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করে। রাতুল হাসানের মা মোছা: রেবেকা খাতুন একজন গৃহিনী।

রাতুল হাসানের জন্ম ২০০৪ সালের ১৩ অক্টোবর চরম দারিদ্র্য, অভাব-অনটনের এক কৃষক পরিবারে।

রাতুল হাসান ৮৯ নং বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হয় মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে তারপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে।

রাতুল হাসান প্রথম পাবনাকে বলেন আল্লাহর ইচ্ছায় ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, ডাক্তার হয়ে সততা ও সহানুভূতির সাথে মানুষের সেবা করে যাব, আলহামদুলিল্লাাহ খুব ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ সাহায্য করেছে। সবাই খুশি। আমিও খুশি। ভালো লাগছে।

অভাব-অনটনের বাধা জয় করে চিকিৎসক হওয়ার সুযোগ পেয়ে মেডিকেল কলেজে লেখাপড়ার খরচ বহনে অক্ষম রাতুলের বাবা মো: মনোয়ার হোসেন প্রথম পাবনাকে বলেন প্রথম মেডিকেলে চান্স পাওয়ার খবর শুনে আনন্দে চোখ দিয়ে পানি বারা পড়ছিল। এহন চিন্তে হরছি চান্স তো পালো কিন্তু কেমনে পড়াশুনা করাব সে চিন্তেই করছি, সবার সাহায্য না পালি পড়াতে পারব না।

তিনি আরো জানান মাঠে সামান্য জমিজমা আছে চাষবাস নিজেই করি, কৃষি কাজের সামন্য আয় দিয়ে কোন রকমে সংসার চলে যায়। এই সামান্য আয় দিয়ে মেডিকেলে ছেলেকে পড়ানো খুবই কস্টকর। শুনছি মেডিকেলে নাহি মেলা টাহা লাগে।

মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রথম পাবনাকে বলেন রাতুল খুব মেধাবী একজন ছাত্র সেজন্য আমরা তাকে স্কুলের মাসিক বেতন সহ সবকিছু ফ্রী ব্যবস্থা করে টেনশনমুক্ত লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়।

মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব প্রথম পাবনাকে বলেন ছেলেটা অত্যান্ত মেধাবী শুধু নয় সে নম্র ভদ্র ও বিনয়ী।