সুজানগরে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সুজানগরে ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গ্রামীন সড়কের শ্যামনগর পয়েন্ট থেকে কাকিয়ান মোড় পর্যন্ত পাকা সড়কে নির্মিত একটি পানি নিষ্কাশন কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা।

এই সড়কে চলাচলকৃত অটোবাইক, ইজিবাইক ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যাবহানের পাশাপাশি সাধারণ জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে । যে কোন সময় অসাবধানতা বশত: ঘটে যেতে পারে দুঘটনা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান অভিযোগ করে জানান, গত দুই মাস আগে সড়কটি দিয়ে বালু ভর্তি ট্রাক যাওয়ার সময় ওই কালভার্টটি ভেঙ্গে যায়। প্রতিদিন সড়কটি দিয়ে শত শত যাত্রীবাহী অটোবাইক, ইজিবাইক ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে। অথচ দীর্ঘ দুই মাস অতিবাহিত হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন কালভার্টটি ভেঙ্গে যাওয়ার পরই সুজানগর উপজেলা প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। কিন্তু অদ্যাবধি তারা কোন ব্যবস্থা নেয়নি। ফলে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে।

এ বিষয়ে সুজানগর উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার বলেন ক্ষতিগ্রস্ত কালভার্টটি ভেঙ্গে ফেলে শিগগিরই নতুন করে নির্মাণ করা হবে।