পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনায় ৯শত গরীব অসহায়দের মাঝে এমপি গোলাম ফারুক প্রিন্স নগদ অর্থ প্রদান করেছেন
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা পৌর এলাকার ৯শত গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে পাবনা পৌর এলাকার কৃষ্টপুর মক্তব, গোবিন্দা দেওয়ানবাড়ি ও গোবিন্দা ডেলিবাড়ি হাসপাতাল এলাকার নিম্ন আয়ের গরীব অসহায় ৯ শত মানুষের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে এসব অর্থ প্রদান করেন।
সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের একান্ত ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান রকি প্রথম পাবনাকে জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনা পৌর এলাকার কৃষ্টপুর মক্তব, গোবিন্দা দেওয়ানবাড়ি ও গোবিন্দা ডেলিবাড়ি হাসপাতাল এলাকায় ৯ শত গরীব অসহায়দের মাঝে ৫ শত করে মোট সাড়ে চার লাখ টাকা প্রদান করেন এমপি গোলাম ফারুক প্রিন্স । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান বাদল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিঙ্কু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ অন্যান্য নেতা কর্মী।