পাবনায় হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনায় প্রায় হাজারের অধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাউল, ডাউল, চিনি, আটা, সেমাই ও তেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন পাবনা জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

মেসার্স হামিদ ওয়েল ফ্লাওয়ার এণ্ড ডাউল মিলের সহযোগিতায় ইমাম গাজ্জালী গার্ল স্কুল এণ্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচীর আওতায় ১১শ’ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মেসার্স হামিদ ওয়েল ফ্লাওয়ার এণ্ড ডাউল মিলের সত্ত্বাধিকারী আলহাজ্ব আ: রাজ্জাক ও আবু জাফরের সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌরসভার সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য কামাল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গেদুসহ অনেকে৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা