পাবনায় ২ দিনের উদ্যোক্তা মেলা শুরু
পাবনা প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সব ধরণের ক্রেতার দৃষ্টি আকর্ষন করতে পাবনায় দু’দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে উইমেন্স এন্ড ই-কমার্স (উই) উদ্যোক্তারা এই মেলার আয়োজন করে। শনিবার বেলা ১১টায় উই পাবনা টিমের কো-অডিনেটর রীমা পারভীনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন বিসিক শিল্প নগরির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, এলজিআরডি’র সদর উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার, মহিলা পরিষদের সভাপতি এড. কামরুন্নাহার জলি, সাংবাদিক ও উন্নয়ন কর্মী কামাল সিদ্দিকী।
মেলায় সকল ধরনের দেশীয় পোশাক, গহনা, ঐতিহ্যবাহী পণ্য ও রকমারি খাবারের আয়োজন নিয়ে ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। উই এর এ্যাসিটেন্ট কো-অডিনেটর উদ্যোক্তা ঐন্দ্রিলা ঘোষ জানান, দরিদ্র, মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতাদের সাধ্যমত ক্রয় ক্ষমতা বিবেচনা করে ঈদ উপলক্ষে উদ্যোক্তাদের এই মেলার স্টলে নানা পন্যের সমাহার রাখা হয়েছে।