বর্তমান সরকার দেশের অসহায় মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে – এমপি গোলাম ফারুক প্রিন্স
নিজস্ব প্রতিনিধি : পাবনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP) এর আওতায় হৃষ্টপুষ্টকরণ ও ডেইরি পিজি সুফলভোগীদের মাঝে গবাদি পশু লালন পালন করার উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) বিকেলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসস্পদ চত্বরে সুফলভোগীদের মাঝে উপকরণ তুলে দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
এমপি গোলাম ফারুক প্রিন্স বলেন বর্তমান সরকার দেশের অসহায় মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে । সাধারণ মানুষের সুষম খাদ্য নিশ্চিত করা ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে দরিদ্র নারী ও পুরুষকে স্বাবলম্বী করা হচ্ছে ।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা: মো: আল মামুন হোসেন মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমূখ। এই প্রকল্পে পর্যায়ক্রমে ৩৩০ জন সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ।