পাবনায় ক্ষুদ্র এনজিও জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পাবনায় ক্ষুদ্র এনজিও জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে পাবনায় ক্ষুদ্র এনজিও জোটের আয়োজনে হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে পাবনার শালগাড়িয়ায় অনন্য সেন্টারের হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র এনজিও জোটের আহ্বায়ক ও আশাস এর নির্বাহী পরিচালক আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন। সভায় চলমান পরিস্থিতিতে এনজিওদের ওপর বিভিন্ন প্রকার হয়রানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সকলে সমন্বিত ভাবে কাজ করার অভিপ্রায় ব্যাক্ত করেন।

সভায় বক্তব্য প্রদান কালে বক্তারা বলেন এনজিও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় এমন বিষয়ে সকলে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন রুপা এনজিও এর নির্বাহী পরিচালক সুইটি পারভীন, দর্পণ এর আব্দুল লতিফ, নিরব মহিলা উন্নয়ন সংস্থার দিপু বিশ্বাস, দুলাই জন কল্যাণ সংস্থার বিপাশা খাতুন বর্ন, বস এর মন্জুর হোসেন মামুন, সূচিতা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আমজাদ হোসেন, এস ডি পি এর নির্বাহী পরিচালক খলিলুর রহমান প্রমূখ। সভায় স্থানীয় ২৫ টির অধিক এনজিও এর নির্বাহী পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে এটিএন নিউজে প্রচারিত সংবাদের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।