হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজে জাতির পিতা’র জন্মবার্ষিকী উদযাপিত

হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজে জাতির পিতা’র জন্মবার্ষিকী উদযাপিত

পাবনা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনা সদর উপজেলার হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পতাকা উত্তোলন, কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ অর্পণ করে। এরপর র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজর অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন উপাধ্যক্ষ কেএম নায়েব আলী, সহকারী অধ্যাপক আব্দুল মোমেন, মীর্জা মো. মোশারোফ হোসেন, মিজানুর রহমান, কোমল চন্দ্র দাস, বশির উদ্দিন, ইউনুস আলী, হাতেম আলী, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল্লাহ।