টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের আন্তর্তাজিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে পাবনার টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও ভাষা আন্দোলনে এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহে মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অত্র শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু করা হয়। অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করেন অত্র পরিষদের সম্মানিত সদস্য ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক চেয়ারম্যান মো: ইয়াকুব আঅলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রী অনার্স কলেজের উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি যথাক্ষমে মোঃ নজরুল ইসলাম খান বাবু ও মোঃ আবুল হোসেন। এ সময় তাদের সাথে ছিলেন পরিষদের সভাপতি এইচকেএম আবু বকর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ সাদেক আলী বিশ্বাস, সকসভাপতি আলহাজ মোঃ হাসান মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য মোঃ সাইদুর রহমান ও সম্মানিত সদস্য মোঃ মোহন খা ও হেলেনা পারভীন প্রমুখ। শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল কুদ্দুস।