উদ্যোক্তাদের মধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ও মানবপাচার প্রতিরোধ দমন আইন বিষয়ে সচেতনতা সভা

উদ্যোক্তাদের মধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ও মানবপাচার প্রতিরোধ দমন আইন বিষয়ে সচেতনতা সভা

নিজস্ব প্রতিনিধি: উদ্যোক্তাদের মধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ও মানবপাচার প্রতিরোধ দমন আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ব্লাষ্ট পাবনা ইউনিটের আয়োজনে ও মিডিয়া সেন্টারের সহযোগীতায় দু’টি আইন বিষয়ে উদ্যোক্তাদের ধারণা দেন ব্লাষ্ট সমন্বয়কারী এড. আলমগীর হোসেন, ষ্টাফ ল’ইয়ার এড. ফাহিমা সুলতানা রেখা, মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত নিয়ে ক্ষতিগ্রস্থ্য, নির্যাতিতদের দূর্দশা, ভোগান্তি, সহায়তার বিষয়ে সার্বিক ধারণা দেন সাংবাদিক ও উন্নয়নকর্মি কামাল আহমেদ সিদ্দিকী।

উদ্যোক্তাদের নেতৃত্ব দেন উই কো-অডিনেটর রীমা পারভীন, এ্যাসিট্রেন্ট কো-অডিনেটর ঐন্দ্রিলা ঘোষ, কো-অডিনেটর শিরিনা সুলতানা ও উই এর সাবেক কো-অডিনেটর হালিমা খাতুন মুক্তা। ২০ জন উদ্যোক্তা সচেতনতা সভায় অংশগ্রহণ করেন।