ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিনিধি : চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করে স্থানীয় আবহাওয়া অফিস। এটা ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন প্রথম পাবনাকে জানান, চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা। সর্বশেষ ঈশ্বরদীতে ১৪ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৫ এপ্রিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো বলেন, ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্রতাপ প্রবাহ।
এদিকে প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপপ্রবাহের কারণে সূর্য ওঠার পরই পথঘাট তেতে উঠছে। বয়ে আসছে তপ্ত হাওয়া। এমন আবহাওয়ায় সহজেই ক্লান্ত হয়ে উঠছেন মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।