স্বর্ণকলি বিদ্যাসদনে’ দুই যুগ পূর্তিতে কেঁককাটা, আলোচনাসভা অনুষ্ঠিত

স্বর্ণকলি বিদ্যাসদনে’ দুই যুগ পূর্তিতে কেঁককাটা, আলোচনাসভা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘ স্বর্ণকলি বিদ্যাসদনে’ দুই যুগ পূর্তিতে কেঁককাটা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘ স্বর্ণকলি বিদ্যাসদন মাঠে আলোচনাসভা শেষে কেঁক কাটা হয়।

স্বর্ণকলি বিদ্যাসদনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিদ্যাসদনের প্রধান শিক্ষক, সামসুন নাহার লিপির সঞ্চালনে বিদ্যালয়ের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, বিদ্যাসনদের প্রতিষ্ঠাকালীন বছরে শিশু শিক্ষার্থীর অভিভাবিকা মুসলিমা বেগম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, যুগ্ম সম্পাদক সেলিম সরদার, বিদ্যাসদনের অভিভাবক সদস্য, আনোয়ার হোসেন, ইকবাল হায়দার, মাসুদুর রহমান বিশ্বাস প্রমুখ

সন্ধায় পাকশী স্বর্ণকলি বিদ্যাসদনের দুই যুগ পূর্তিতে কোমলমতি শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যাসদন প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।