স্বপ্নদ্বীপ রিসোর্টে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

স্বপ্নদ্বীপ রিসোর্টে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনে ঈশ্বরদীর স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে রিসোর্টের অভ্যন্তরে কেক কাটার আয়োজন করা হয়।

রিসোর্টের স্বত্বাধিকারী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,  সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী রোজ এগ্রোফুডের স্বত্বাধিকারী এম.এ. আজিজ, সলিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল সরদার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,  যুবলীগ নেতা কামাল বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তুফান সরদার সহ অন্যান্যরা।

কেক কাটা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।