বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেলে শান্তি সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
তিনি বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার মিথ্যাচার বন্ধ করতে এবং সকল ষড়যন্ত্র কে রুখতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বেলায়েত আলী বিল্লু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খ ম হাসান কবির আরিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী প্রমুখ।