বেড়া
পাবনা বেড়ায় স্কুলের বারান্দা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় স্কুলের বারাদ্দা থেকে হাসান আলী সরকার নামের এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, রবিবার সকালে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের (বিপীন বিহারী) বারান্দায় একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরো জানান, গেল রাতের কোন একসময় দুষ্কৃতশারীরা তাকে সেখানে হত্যার পরে পালিয়ে যায়। নিহত হাসান আলী রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করতেন। সে বেড়া পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার এন্তাজ আলী সরকারের ছেলে।