বেড়া
বেড়ায় ১০৫ কেজি গাঁজা উদ্ধার
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে র্যাব অভিযান চালিয়ে মুরগীর বিষ্টা ভর্তি একটি ট্রাক থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন; কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার শ্যামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে রবিউল হাসান (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের জমাদিউস সানীর ছেলে শাহাদত হোসেন (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদে জানতে পারে জেলার বেড়া উপজেলার সিএন্ডবি মোড় হতে পূর্বদিকের দত্তকাদি এলাকার করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে করে মুরগীর বিষ্টা (মাছের খাদ্য) বহন করা হচ্ছে। ওই ট্রাকে মাদক দ্রব্য পাচার করা হচ্ছে এমন তথ্যে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে ১০০ বস্তা মুরগীর বিষ্টা, ১০৫ কেজি গাঁজা, একটি ট্রাকসহ বিভিন্ন জিনিষপত্র জব্দ করে।
র্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইন শৃংখলা ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলাতে পরিবহণের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বেড়ায় থানায় উদ্ধারকৃত গাঁজা, মালামালসহ সোর্পদ করা হয়। পুলিশ আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে।