পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস র‍্যালী ও আলোচনা সভা

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে পাবনা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সুচনা করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জজ আদালতের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা জজ মিজানুর রহমান, জেল সুপার নাছির উদ্দিন, জেলা সিভিল সার্জন মনিসর চৌধুরী, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড কর্মকর্তা পারুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন- যে জাতি যত বেশী আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে সে জাতি ততো বেশী সভ্য হবে। গরীর অসহায় মানুষকে আইনী সহায়তা দিচ্ছে সরকার এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। লিগ্যাল এইড ঈর্শ্বনীয় সফলতা অর্জন করেছে বলে বক্তারা মত প্রকাশ করেন। দিবসটি পালনে সার্বিক দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ পারুল আক্তার।