পাবনায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পাবনায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:  শিক্ষায় আনুধিকতার ছোয়া লাগাতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা আব্দুর রব বগা মিয়া অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

একই সাথে দেশের সকল জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে বীজ বিতরণও করা হয়।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার প্রমুখ।