পাবনায় র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি : পাবনায় র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব । আজ মঙ্গলবার (১১ এপ্রিল ) দিবাগত ভোর রাতে পাবনা র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা আতাইকুলা থানা মাধপুর হাইওয়ে রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৭৬ (ছিয়াত্তর) কেজি গাঁজা ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও নগদ-৩,০৫০/-টাকা’সহ জনি, শফিকুল, লিটন মিয়া নামে ৩ যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী সজিবুর রহমান জনির বাড়ি (২৫), গাবতলী, বগুড়া, শফিকুল ইসলাম (২৯)ও লিটন মিয়ার বাড়ি (২৪) ফুলবাড়ী, কুড়িগ্রাম।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। জব্দকৃত আলামতসহ আসামীদের পাবনা আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব -১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়।