পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার পার চিথুলিয়ায় বাজারে অভিযান চালিয়ে এক কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, চিথুলিয়া বাজারে একটি দোকানে নকল ডিটারজেন্ট পাউডার, রিন পাউডার, ট্যাংক ও শিশুদের চিপস তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে চিথুলিয়া বাজারে ইমদাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব তৈরির সত্যতা পান। এসময় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।