
রফিকুল ইসলাম সুইট : পাবনায় “ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ইনোভেশন চ্যালেঞ্জ” সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভ অনুষ্ঠিত হয়।
সভা সুত্রে জানাযায় স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ গড়তে পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নেয়া হবে, জনসচেতনতা বাড়ানো হবে, সরকারি কর্মকর্তা গণদের আরো দায়িত্বশীল হতে হবে, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মানুষের মধ্যে স্পৃহা সুষ্ঠি করতে হবে, স্মার্ট বাংলাদেশের সুবিধা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরকম বিভিন্ন মতামত নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ায় কাজ করা হবে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, মাহফুজা আকতার, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা চেম্বার্স অব কর্মাসের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, টিটিসি অধ্যক্ষ মোকসেদুর আলম , আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা মাজহুরুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা কর্মসংস্থান কর্মকর্তা আখলাক উজ জামান প্রমূখ।
ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ বেশ কিছু ভিডিও চিত্র প্রদর্শন করেন। সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন প্রোগামার সজীব সরকার।