পাবনা
রমজানকে সামনে রেখে চর ঘোষপুর গ্রামে খেজুর ও ছোলা বিতরণ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামে গরীব ও অসহায় মানুষের মাঝে খেজুর ও ছোলা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুজ্জামান দোলন উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে এই খেজুর ও ছোলা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, পাবনা পৌর ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহিম ইকতিয়ার। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।