বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে ড. মজিদ সভাপতি মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে ড. মজিদ সভাপতি মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পাবনা প্রতিনিধি : বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাবনা জেলা শাখার নির্বাচনে ড. মো. আব্দুল মজিদ সভাপতি এবং মো. সিরাজুল ইসলাম মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ আব্দুস সাত্তার মিলনায়তনে নির্বাচন শেষে এই ফলাফল ঘোষনা করা হয়।
শাহানাজ পারভিন, জাহাঙ্গীর হোসেন ও বেলাল হোসেন স্বাক্ষরিত নির্বাচন ফলাফল হতে এ তথ্য জানাযায়।

নির্বাচন ফলাফলে ড. মো. আব্দুল মজিদ সভাপতি(১৫৩ ভোট), মো. সিরাজুল ইসলাম মুরাদ সাধারণ সম্পাদক (১৩২ ভোট), শফিউল আলম কোষাধ্যক্ষ, নাজমুল হাসান ও আমিনুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুর ই আলম সমাজ কল্যান সম্পাদক ও মো. রাসেল মোল্লা দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. প্রফেসর নুরুল কাদির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।