ক্ষুদ্র এনজিও জোট পাবনার উদ্যোগে যমুনা নদী ছোট করার চিন্তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি : পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে ক্ষুদ্র এনজিও জোট পাবনার উদ্যোগে যমুনা নদী ছোট করার চিন্তার বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সাংবাদিক শিক্ষক, সরকারি , বেসরকারি অফিসের ও সুশিল সমাজের প্রতিনিধগণ উক্ত প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
ক্ষুদ্র এনজিও জোট এর আহ্বায়ক ও আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস) এর নির্বাহী পরিচালক আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহন করেন সঙ্গীত সাধন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল মতিন খান, ক্ষুদ্র এনজিও জোটের উপদেষ্টা ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব আব্দুর রব মন্টু, শুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, নাসরিন পারভিন, পাবনা, আব্দুস সামাদ, পরিচালক, আসিয়াব, পাবনা, সুইটি পারভিন, নির্বাহী পরিচালক, রুপা, ভাঙ্গুড়া, পাবনা, উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক, আলেয়া ইয়াসমিন, পাবনা, খলিলুর রহমান, নির্বাহী পরিচালক, সমাজ উন্নয়ন কর্মসূচী, চাটমোহর, পাবনা, আব্দুল লতিফ, নির্বাহী পরিচালক, কর্ণফুলি সমাজ কল্যাণ সংস্থা, সাঁথিয়া, পাবনা, লুৎফর রহমান, চেয়ারম্যান, প্রতিবন্ধি সেবা সংস্থা, আটঘরিয়া, পাবনা, কামরুন্নাহার, নির্বাহী পরিচালক, পরিবেশ উন্নয়ন সংস্থা, ঈশ্বরদী, পাবনা, তানজিলা-আরা, নির্বাহী পরিচালক, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থা, পাবনা, উম্মে রুবাইয়া, নির্বাহী পরিচালক, শিউলি মহিলা উন্নয়ন সংস্থা, পাবনা, কে.এম. হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক, শোভা গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, ভাঙ্গুড়া, পাবনা, অংশগ্রহনকারীগণ, যমুনা নদী ছোট করার চিন্তা থেকে ফিরে আসার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সহযোগিতায় অনন্য সমাজ কল্যাণ সংস্থা, পাবনা।