পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ারল ডে পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত সকল শহীদ পুলিশ সদস্যের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে জেলায় কর্মরত পুলিশ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সকলকে সাথে নিয়ে একটি স্মরণ পদযাত্রা বের করা হয়। স্মরণ পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পৌরসভার মেয়র শরীর উদ্দিন প্রধানসহ অনেকে। আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যের পরিবারকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়।