দখলদার মাসুদ – হারুন গংদের হাত থেকে পাবনায় মেরিনার্স ফ্যাক্টরি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

দখলদার মাসুদ – হারুন গংদের হাত থেকে পাবনায় মেরিনার্স ফ্যাক্টরি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি : পাবনা আমিনপুরে প্রতিষ্ঠিত মেরিনার্স ফ্যাক্টরির অর্থ আত্মসাৎসহ অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের মালামাল লুন্ঠন, দখল করে চলমান প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতিনিধিরা।

২৪ আগস্ট (রবিবার) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেরিনার্স ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের পরিচালকবৃন্দের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মেরিন ইঞ্জিনিয়ার শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা আসিফ আহম্মেদ।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সুদ মক্ত মেরিনারদের নিয়ে প্রতিষ্ঠিত প্যাকেটজাত খাদ্য পণ্যের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে স্থানীয় শতাধিক শ্রমিক ও মাঠপর্যায়ে প্রায় তিন শতধিক কর্মচারী কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হারুন খান ও মাসুদ রানা গং স্থানীয় সন্ত্রাসী দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এর কারন প্রতিষ্ঠানের লাভের কোটি টাকা আত্মসাৎ করার প্রমান মিলায় সেটি ধামাচাপা দিতেই প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ করে রেখেছেন তারা। প্রতিষ্ঠানের মালিক পক্ষ সেখানে গেলে তাদের উপরে হামলা করে লাঞ্ছিত করছেন। তাই প্রতিষ্ঠান রক্ষায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরেও প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেনা তারা। তাই চলমান প্রতিষ্ঠান সচলসহ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান রক্ষায় স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন এমনটাই দাবি করেন তারা।
তাছাড়া পরিচালক মাসুদ রানা গোপনে ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদের অফিস রুম থেকে ২০ পাতার একটি ব্যক্তিগত চেকবই চুরি করে চাঁদা দাবি করার পরে চাঁদা না পেয়ে আদালতে ৪.৫ কোটি টাকার একটা অংক লিখে মামলা করেন যা স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি এমনটাই দাবি ব্যবস্থাপনা পরিচালকের।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মী ও প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।