পাবনায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাবনায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দ্বীপচর প্রামানিক পাড়ায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ৯ মার্চ সকালে পাবনা সদর উপজেলার দ্বীপচর প্রামানিক পাড়ায় সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা বিসিক মিল মালিক সমিতির সভাপতি , বসুন্ধরা শুভসংঘের পাবনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও পাবনা আদশ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী বিশ্বাস।

সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো: জাহিদ হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছিম উদ্দিন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবনা জেলা ছাত্রলীগের সদস্য হায়দার আলী সাকিব, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকার, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামছুদ্দিন প্রামানিক, মুকুল হোসেন, মিরাজুল প্রামানিক, রাজু প্রামানিক ওহিদুল ইসলাম, মাসুদ প্রামানিক, আতিকুল ইসলাম, তয়জাল কাজী, ইসলাম প্রামানিক, সদর মন্ডল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমির সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও অন্যান্য শিক্ষক মন্ডলী।

সালেহা খাতুন আদর্শ শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা প্রয়াত সালেহা খাতুনের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক ইদ্রিস আলী বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদ বিশ্বাস ভুলু।