পাবনায় বাটার নতুন শোরুম উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ; পাবনায় বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটার ২৪১তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
এনিয়ে পাবনায় বাটার শোরুমের সংখ্যা দাঁড়াল ৫টি।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পাবনা শহরের লতিফ টাওয়ারের নিচ তলায় এই শোরুম উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান দোলন, লতিফ গ্রুপের জিএম অচিন্ত কুমার ঘোষ, বাটার অপারেশন ম্যানজার মহিউল ইসলাম, স্টোর ম্যানেজার আতিকুর রহমান, জাহিদুল আলম, শরিফুল ইসলাম, জহির আহমেদ প্রমুখ।
নতুন এই শোরুমে রয়েছে বিপুল জুতোর সমাহার রয়েছে। গ্রাহকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক মানের নতুন নতুন জুতার কালেকশন। শোরুম টি সেজেছে নানন্দিকে রুপে।