পাবনার ঐতিহ্যবাহী প্যারাডাইস সুইটসের নতুন শাখা উদ্বোধন

পাবনার ঐতিহ্যবাহী প্যারাডাইস সুইটসের নতুন শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: পাবনার শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে ঐতিহ্যবাহী প্যারাডাইস সুইটসের নতুন আরেকটি শাখা উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ২৫ জুন ) সকালে ফিতা কেটে এর শুভ উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, বিজয় ভূষণ রায়, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি মোশারফ হোসেন, পাবনা পৌর সভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, কার্যকরী সদস্য মুস্তাক আজাদ, প্যারাডাইস সুইটসের ব্যবস্থাপনা পরিচালক আবু ইশাক শামীম, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।