২৯ জুলাই পাবনা শহরস্থ সুজানগর সমিতির সম্মেলন

২৯ জুলাই পাবনা শহরস্থ সুজানগর সমিতির সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : পাবনা শহরে বসবাসরত সুজানগর উপজেলার স্থায়ী বাসিন্দাদের নিয়ে গঠিত পাবনাস্থ সুজানগর সমিতি । গতকাল বুধবার সন্ধ্যায়  মহিলা কলেজ রোড পাবনা শহরের খান টাওয়ারের পাবনা শহরস্থ সুজানগর  সমিতির অস্থায়ী কার্যালয়ে লিয়াজো  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায়  লিয়াজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই, ২০২৩ খ্রি. পাবনা  এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে  সকাল দশটায়  সম্মেলন অনুষ্ঠিত হবে।  সম্মেলন  সফল করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট  অর্থ উপ-কমিটি এবং ১০ সদস্য বিশিষ্ট প্রচার উপ- কমিটি গঠন করা হয় ।
এ সভায়  লিয়াজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থ উপ-কমিটির আহ্বায়ক নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব  সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন; সদস্য  নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা  জেলা শাখার সদস্য মোস্তাক আহমেদ আজাদ, সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম,  ও প্রভাষক ওলিউল ইসলাম (ওলি)।
প্রচার উপ-কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন আদর্শ মহিলা কলেজের  অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব  আলী আকবর রাজু।
উপ-কমিটির সদস্য কাশিনাথপুর শহিদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তড়িৎ কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন, সরকারি এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান  অধ্যাপক মো. নুরুল আলম বাচ্চু, এডওয়ার্ড  কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ,  হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান টিটু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোরশেদ রানা, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা ও সুজানগর খাদ্য কর্মকর্তা  ওয়াহিদ মোস্তফা মিলটন।
এ সভায় আরো জানানো হয় যারা এখন পর্যন্ত সমিতির  সদস্য ফরম পূরণ করেন নাই  বা সদস্য হন নাই, অতি শীঘ্রই যোগাযোগ করুন এবং সদস্য নির্বাচিত হয়ে পাবনা শহরস্থ সুজানগর সমিতির সকল কাজের সার্বিক সহযোগিতা করুন।