পাবনায় বাল্য বিয়ে নিরোধ আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বিষয়ে ‘আইন সচেতনতা সভা’ অনুষ্ঠিত

পাবনায় বাল্য বিয়ে নিরোধ আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বিষয়ে ‘আইন সচেতনতা সভা’ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: বাল্য বিয়ে নিরোধ আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বিষয়ে এক ‘আইন সচেতনতা সভা’ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর গাঙপাড়া মহল্লায় বাংলাদেশ লিগ্যাল এন্ড এইড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) পাবনা ইউনিটের আয়োজনে এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পাবনা সদর উপজেলা’র সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের পাবনা সদর উপজেলা কর্মকর্তা (এসএফডিএফ) মোছা: শাম্মী আক্তার সভাপতিত্ব এবং উদ্ধোধন ঘোষনা করেন। সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত নিয়ে ক্ষতিগ্রস্থ্য, নির্যাতিতদের দূর্দশা, ভোগান্তি, সহায়তার বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরে শুভেচ্ছা বক্তব্যের পরে দু’টি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আইনের বিভিন্ন দিক এবং মানব পাচার ও বাল্য বিয়ের কুফলতা, সংস্থার সহায়তার নানা দিক তুলে ধরে মূল সেশন পরিচালনা করেন ব্লাষ্ট পাবনা ইউনিটের ষ্টাফ ল’ইয়ার এডভোকেট ফাহিমা সুলতানা রেখা। সভায় ২০ জন নারী কৃষক উপস্থিত ছিলেন।