পাবনায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেক হোল্ডারদের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : “সেবা প্রদান প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেক হোল্ডারদের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে অবহিত করণ সভার উদ্ধোধন করেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।
২০ জুন মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক মো: ছাদেক মৃধা ও প্রধান আলোচক ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক কামরুন নাহার। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল আহমেদ সিদ্দিকী, সদর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম। উপজেলা ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা (এসএফডিএফ) মোছা: শাম্মী আক্তার সভার সঞ্চালন করেন এবং সেবা প্রদান প্রতিশ্রুতির নানা বিষয় তুলে ধরেন। সভায় জানানো হয়, প্রান্তীক জনগোষ্ঠির নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জামানত বিহীন ঋন প্রদান, দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ কর্মশালা, নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্য সেবা, সামাজিক ও পারিবারিক বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরপর তৃণমূল পর্যায়ের লক্ষীত জনগোষ্ঠির নারী-পুরুষদের নিয়ে ২০ ও ২১ জুন দুদিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়।