বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত
রফিকুল ইসলাম সুইট : “বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশে^র এবং তিনি বিশ^বন্ধু ” এই শ্লোগানে পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত হয়েছে।
রবিবার বিকেলে পাবনা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতি অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখের জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্তি পুলিশ সুপার বেনজির, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ।
সহকারী কমিশনার ফারিস্তা করিমের উপাস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ, এডিএম জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর রাজু, সহকারী কমিশনার আব্দুল হাসনাত প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা দ্বিতীয় বিশ^যুদ্ধের নির্মমতা থেকে অনুভব করে কখনও অশান্তি পুর্ন পরিবেশ সৃষ্ঠি করেন নাই। বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন ছিল শান্তিময় ও অহিংস। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন শান্তি মানেই উন্নতি। বঙ্গবন্ধুর কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও অর্জনসহ সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। এ আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।