পাবনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিনিধি : পাবনায় ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। দিবস উপলক্ষে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে তিনি বলেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জনগণের ভালোবাসা নিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। সেই পথচলা মসৃন ছিল না। তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তার সবকিছুই আপনাদের সামনে দৃশ্যমান।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যদি না আসতেন, তাহলে আজকে যে পদ্মা সেতু আমরা দেখছি, সেটি কোন শাসকের চিন্তাই আসতো না। তিনি না আসলে কর্ণফুলী টানেল, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সারাদেশে ছয়লেন, চারলেন রাস্তাসহ যে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আরো হচ্ছে-এসবের কিছুই হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে গেছি। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ , উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।