পাবনা
যায়যায়দিনের উদ্যোগে পাবনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিনের উদ্যোগে ও পাবনার সাহাদত-আফরোজা ওয়েল ফেয়ার ট্রাস্টের সহযোগিতায় শীতার্ত অসহায়, দুস্থ, দরিদ্র ও প্রতিবন্ধিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে শতাধিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ৯ টায় পাবনা সদর উপজেলার মনোহরপুর বড়ব্রীজ সংলগ্ন মেসার্স মা ফার্মেসী চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মানিত অতিথি হিসেবে ভূক্তভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন পাবনার জেষ্ঠ্য সাংবাদিক, নাট্যকার, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এইচ কে এম আবু বকর সিদ্দিক।
এ সময় দৈনিক যায়যায়দিনের পাবনা জেলা প্রতিনিধি ও পাবনা কলেজের প্রভাষক আরিফ আহমেদ সিদ্দিকী, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের হাফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মি কবি শারমিন কথা ইসলাম, মিরাজুল হক, জুয়েল আহমেদ, সেলিম হোসেন প্রমুখ।