পাবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

পাবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের জার্নালের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৪ এপ্রিল শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদের প্রকাশিত ‘জার্নাল অব বিজনেস স্টাডিজ’- এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। উপাচার্য দপ্তরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।

এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর ড. মো. কামাল হোসেনসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জার্নাল প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এই ধরনের সৃজনশীল কাজ এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন। পাবিপ্রবিতে এই প্রথম ডিওআই নাম্বার সংবলিত প্রথম জার্নাল প্রকাশিত হলো।